রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ জরুরি : চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের রাজনৈতি সংকট সমাধানে সংলাপ জরুরি বলে মনে করেন চীনা রাষ্ট্রদূত লি জুন।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ মত দেন।

লি জুন বলেন, যেভাবে গত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তাতে প্রধান বিরোধী রাজনৈতিক জোট অংশ নেয়নি এটা দু:খজনক। তবে, এই সংকট রাজনৈতিক সংলাপ ও দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমাধান করা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যদি চায় শিগগিরই আরেকটি নির্বাচন হতে পারে এবং এটা কোন কঠিন কাজ নয়। আর এক্ষেত্রে আন্তর্জাতিক মহলের বলার কিছু নেই।

মহেশখালীতে গভীর সমুদ্র নির্মানে চীনের আগ্রহ থাকলে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি বলে জানান রাষ্ট্রদূত।

ভারতের কারণে চীন ও বাংলাদেশের সম্পর্ক কখন খারাপ হবার সম্ভাবনা নেই এমন মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন, ভারত ও চীন দুই দেশই বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে পারে।

চীনের কুইমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে যে সড়ক নির্মাণের কথা শোনা যাচ্ছে তার সবশেষ অবস্থা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এই কাজের ব্যাপারে সব দেশই ইতিবাচক এবং যতদ্রুত সম্ভব কাজ শুরু হবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ করা হচ্ছে এবং এখানে বিপুল সংখ্যক দ ও কর্মঠ শ্রমিক রয়েছে। তাই আগামীতে বাংলাদেশে বিপুল পরিমান চীনা বিনিয়োগের সুযোগ রয়েছে।

দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এজন্য দুই দেশের সরকারই আন্তরিকতার সাথে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান পরিচালনা করেন ডিক্যাবের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি এবং সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাইনুল ইসলাম।অনলাইন

Exit mobile version