রাজস্থানে বাসে বিদ্যুতের তার জড়িয়ে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের রাজস্থানে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি বাস বিদ্যুতের তারে জড়িয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। রাজস্থান প্রদেশের টনক জেলায় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
ওই বাসের অধিকাংশ আরোহী ছিলেন পাচিভার গ্রামের। তারা বাসে করে দল বেঁধে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, বাস বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আরোহীরাও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ কারণে কারো পক্ষেই বেরিয়ে আসা সম্ভব হয়নি। তার ছিঁড়ে অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের একটি অংশ প্রাণে বেঁচে যান। তবে কী কারণে বিদ্যুতের তার ছিড়ে পড়েছে তা জানা যায়নি বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। হতাহতদের রাজ্যের পক্ষ দ্রুত সহযোগিতার কথাও বলেছেন তিনি। সুত্র : টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি।

Exit mobile version