রাজাপুরে আদর্শ দম্পতিদের সন্মাননা প্রদান

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আদর্শ দম্পতিদের সস্মাননা প্রদান অনুষ্ঠান রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলার ৬ ইউনিয়নের ৬ দম্পতিদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন দিন নামের একটি বেসরকারী সংস্থার প্রজেক্ট ম্যানেজার জহিরুল ইসলাম। প্রধান অতিথি আদর্শ দম্পতিদের হাতে ক্রেষ্ট তুলে দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যান জাকারিয়া সুমন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মাহবুবুর রহমান,নুরুন্নাহার বেগম, ফজলুল হক আকন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কুলসুম বেগম বিউটি।

Exit mobile version