রাজাপুরে গ্রাম পুলিশকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসী কুদ্দুছ

indexরাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে এক গ্রাম পুলিশকে পিটিয়ে আহত করেছে ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসী কুদ্দুছ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম চাড়াখালী গ্রামে আবদুল ওয়াহেদ হাওলাদার (৭০) কে (গ্রামপুলিশ) বেদরক পিটিয়ে আহত করেছে একই এলাকার সন্ত্রাসী কুদ্দুছ ও তার সঙ্গীরা।

আহত আবদুল ওয়াহেদ হাওলাদার রাজাপুর থানা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। এব্যাপারে আহতের মেয়ে লাইজু বাদী হয়ে শুক্রবার রাতেই রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন, শুক্রবার সকাল সাড়ে ৯টায় আবদুল ওয়াহেদ হাওলাদার লোক মুখে জানতে পারেন যে, তার বাগান থেকে সুপারীসহ অন্যান্য ফল পেরে নিয়ে যাচ্ছে এলাকার এক চিহ্নিত সন্ত্রাসী কুদ্দুসসহ তার সহযোগীরা। বাদীর পিতা সুপারী পারতে বাঁধা প্রদান করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি মারিয়া মাটিতে ফেলে দেয় এবং কুদ্দুস খুন করার উদ্দেশ্যে তার হাতে থাকা লোহার রড দিয়া এলোপাতারীভাবে পিটিয়ে প্রাম পুলিশ আবদুল ওয়াহেদকে আহত করে।

এসময় তার পকেটে থাকা ৭হাজার ৫শত টাকা ইকবাল ছিনিয়ে নিয়ে যায়। আহতের ডাক চিৎকারে বাদী ঘটনা স্থলে উপস্থিত হলে তাকেও মার দোর করে এবং শ্লিরতাহানির চেষ্টা করে এবং তার গলায় থাকা ১ভরি ওজনের স্বর্নের চেইন চিনিয়ে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ৪৪হাজার টাকা। এর পূর্বেও কয়েকবার গ্রামপুলিশ আবদুল ওয়াহেদের ওপর হামলা চালিয়েছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেন। বাদী আরো উল্লেখ করেন যে, আমাদের ডাকচিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা আমাদের সকলকে খুন করিবে বাগানে পুতিয়া রাখিবে বলিয়া হুমকি দিয়া চলিয়া যায়। কুদ্দুস বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশ প্রশাসনের উর্দ্বতন মহলের আশু হস্থক্ষেপ কামনা করেছেন ভূক্তভুগী পরিবার।

Exit mobile version