উদ্ধোধনী এ অনুষ্ঠানের পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজিত ও নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান এর সভাপতিত্বে অলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, প্রেসক্লাব সভাপতি আবদুল বারেক ফরাজী।
উপস্থিত ছিলেন, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীরুল গীয়াস, ইউপি চেয়ারম্যান ও রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম থানা স্বাস্থ্য কম্পেলেক্সের কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আল আমীন বাকলাই।