রাজাপুরে ব্রেকার পুড়ে ২ দিন বিদ্যুৎ বন্ধ , জনদুর্ভোগে এলাকাবাসীর

ঝালকাঠী রির্পোটার :ঝালকাঠীর রাজাপুর উপজেলায় ২ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছেএকে তো অব্যাহত ভ্যাপসা গরম তার উপরে গত মঙ্গলবার রাতে ভান্ডারিয়া গ্রীড থেকে রাজাপুরের ব্রেকার পুড়ে পুরো উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবন অচল হয়ে পড়েছেজানা গেছে, এ উপজেলায় প্রায় ২ লাখ মানুষের বসবাসএর মধ্যে প্রায় ১৭ হাজার পল­ী বিদ্যুৎতের গ্রাহক রয়েছেপ্রচন্ড খরতাপে হাপিয়ে উঠছে মানুষ ও পশুপাখিসহ সকল প্রানীছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জন্ডিস ও ভাইরাসজনিত জ্বরপ্রচন্ড গরমে বিদ্যুৎ বন্ধ থাকার কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষরাতে গরমের কারনে মানুষ ঘুমাতে পারছে নাফলে দেখা দিচ্ছে সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ নানা রোগ শোকসবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বয়স্ক এবং শিশুদেরছেলে মেয়েদের লেখাপড়া বিঘিœত হচ্ছেতাছাড়া অনেক নারী ও পুরষের শরীরে দেখা দিয়েছে ফেসকা, ঘামাচিউপজেলা ¯^াস্থ্যকেন্দ্রে ডায়ারিয়া ও জ্বরের রোগীর ভিড় বাড়ছেপ্রয়োজ ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে নাদুপুরের পর রা¯— ঘাট জনশূন্য হয়ে পড়েফলে ব্যবসা-বানিজ্যে মন্দাভাব দেখা দিয়েছেএ বিষয়ে রাজাপুর উপজেলা পল­ী বিদ্যুতের জুনিয়র প্রকৌশলী মতিউর রহমান জি. নিউজ. বিডি.নেটকে জানান, ভান্ডারিয়া গ্রীড থেকে রাজাপুরের ব্রেকার সুইজ পুড়ে পুরো উপজেরার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে

 

 

রাজাপুর/ঝালকাঠী/জি নিউজ

Exit mobile version