মোঃ মহিউদ্দিন রাজাপুর (ঝালকাঠি) থেকে:ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের আঃ মান্নান তালুকদারের ছেলে মোঃ নাজমুল তালুকদারসহ তার পরিবারের সদস্যদের মারধর ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করেছেন। মোঃ নাজমুল তালুকদার সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তিনি ২১/১২/২০১২ইং তারিখে ৪০ নং পুটিয়াখালি মৌজার এসএ ৮৪২৫ নং খতিয়ানের ৪৩২১ ও ৪৩২৩ নং দাগের ০৫ শতাংশ বাড়ির জমি আমরা বাবার কাছ থেকে ক্রয় করে আপোষ বন্টনের মাধ্যমে ৪৩২১ নং দাগ থেকে ভোগ দখল করছি। ওই জমিতে ঘর উত্তোলন বসবাস করে আসছি। গত বছর আমার স্বতি বড় ভাই কামর“জ্জামান, তার স্ত্রী জেসমিন, শাহজামাল ও তার স্ত্রী শাহনাজ আমার বাড়ির পশ্চিম পাশে ঘর উত্তোলন করে বসবাস করছে। এরপর থেকেই তারা আমার ওই জমি জোরপূর্বক দখলের পায়তারা চালায় এবং বিভিন্ন সময় আমাকে ও আমার স্ত্রী রাহিমা বেগমকে মারধর করে। তারা এ সময় ওই জমির গাছপালার ব্যাপক ক্ষতি করে। তখন আমারা বাবা এগিয়ে এলে তাকেও মারধর করে দাঁড়ি উপড়ে দেয়। অপরদিকে গত ১৩ অক্টোবর আমাকে মারতে আসলে আমার চাচা আঃ মজিদ বাধা দিতে এলে তার ঘরে হামলা চালায়। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দিলে তারা ক্ষিপ্ত হয়ে পুটিয়াখালি বাজারে বসে ওই চাচাকে লাঠি নিয়ে মারতে আসে। পরে উল্টো তারা আমার বির“দ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাই তাদের হাত থেকে বাঁচতে সংশি্্ল¬ষ্ট সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।