রাজাপুরে সহস্রাধিক পরিবার পানিবন্দি ২ শতাধিক পরিবার ঘরছাড়া

চুলায় পানি রান্না হয়নি অনেকের ঘরে

রাজাপুর (ঝালকাঠী) জি,নিউজঃ  ঝালকাঠীর রাজাপুরে বিষখালি নদী তীরবর্তী সহস্রাধিক পরিবার কয়েক দিনের টানা প্রবল বর্ষন ও জোয়ারের কারনে পারিবন্দি হয়ে পড়েছেউপজেলায় ৭৪ টি গ্রামের প্রায় সব গ্রামই প­াবিত হয়েছেচুলা পানিতে তলিয়ে যাওয়ার বহু পরিবারে রান্না হয়নিবৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় কাচাঘর-বাড়িসহ গাচপালার ব্যাপক তি হয়েছেগতকাল বৃহস্পতিবার রাতে প্রায় ২ শতাধিক পারিবন্দি পরিবার বাড়ি ছেড়ে উচু এলাকার আশ্রয় নিয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেনএ বিষয়ে বড়ইয়া ইউপি চেয়ারম্যান বলেন, বিসখালি নদী তীরবর্তী পালট, বড়ইয়া ও উত্তপুর নিজামিয়া, চলি­শ কাহনিয়া, চারপালট, চরউত্তপুর ও আরয়া গ্রামের ৩শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেগতকাল দেড় শতাধিক বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেনগ্রামগুলোর মাছের ঘের ও ফসলের েতও ভেসে গেছেচরম বিপর্যয় নেমে এসেছে ওইসব মানুষের জীবনেএ বিষয়ে মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বলেন, বিষখালি নদী তীরবর্তী মঠবাড়ি, বাদুরতলা, মানকি, পুখরিজানা, সুন্দর, ডহরশঙ্কর, ইন্দ্রপাশা, সাউথপুর ও নাপিতেরহাট গ্রামের ৩শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেগ্রামগুলোর মাছের ঘের ও ফসলের েতও ভেসে গেছেএ বিষয়ে ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম জানান তার বারবাকপুর ও রোলা গ্রামে অর্ধশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছেউপজেলার আউশের প্রায় ১৫০ হেক্টর জমির বীজ ও ১ হাজার হেক্টর আউশের রোপা বীজ দীর্ঘদীন পানির নিচে নিমজ্জিত থেকে পঁচন শুরকরেছেএবং এ অবস্থায় পানিবন্দিদের তালিকা করে তাদের ত্রান দেয়ার প্রস্তুতি চলছে

 

 

 

 

 মোঃ সাইফুল ইসলাম/জি, নিউজ

 

Exit mobile version