রাজাপুর রিপোর্টার্স ইউনিটিতে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত

সাইফুল ইসলাম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৫৯ তম মৃত্যুবার্ষিকী (৬০তম প্রয়াণ দিবস ) পালিত হয়েছে উপল সকাল সাড়ে ১০টার দিকে ইউনিটির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জীবনানন্দ স্মরণোৎসব কমিটির আহŸায়ক বাগেরহাট শারীরিক শি কলেজের সাবেক অধ্যমোঃ শাহজাহান মোল­ার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সহসম্পাদক হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, মোঃ আউয়াল গাজী, রেজাউল কবির পল্টু, এনামুল হক, আহসানুল কবির মামুন, রহিম রেজা, সাইদুল ইসলাম, বরকত হোসেন মৃধা, সিদ্দিক আকন, মাইনুল হক লিপু   হিদাশ কিশ্বাস প্রমুখ বক্তারা কবির স্মৃতি বিজরিত ধানসিড়ি নদীর তীরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য সরকারের কাছে দাবি জানান

Exit mobile version