রানা প্লাজার ধ্বংসস্তুপের মৃত্যুকূপ থেকে ১৭ দিনে উদ্ধার পাওয়া রেশমা চাকরি পেয়েছেন

জি নিউজ ঃ সাভারের রানা প্লাজার ধ্বংসস্তুপের মৃত্যুকূপ থেকে ১৭ দিনে উদ্ধার পাওয়া রেশমা বেগম চাকরি পেয়েছেন,রাজধানীর পাঁচ তারা হোটেল ওয়েস্টিনে পাবলিক এরিয়া অ্যাম্বাসেডরপদে ।
বৃহস্পতিবার ওয়েস্টিনের জেনারেল ম্যানেজার (জিএম) আজিম শাহ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূর আলী আনুষ্ঠানিকভাবে রেশমার হাতে নিয়োগপত্র তুলে দিবেনএকই দিনে চাকরিতে যোগও দিবেন তিনি

ওয়েস্টিনের জিএম আজিম শাহ বলেন, “রেশমা ১৭ দিন পর রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে অলৌকিভাবে বেরিয়ে এসেছেন

ধ্বংসস্তুপের ভিতরে তার যে মানসিক ধকল গেছে তা অবর্ণনীয় এবং দেশবাসী সবাই তা জানেপোশাক কারখানা কিংবা এ রকম ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করা তার পক্ষে সম্ভব হবে না বলে আমরা মনে করেছিতাই আমরা তাকে সাহায্যের বিষয়টি বিবেচনা করছি এবং ওয়েস্টিনে চাকরি দিয়েছি

ওয়েস্টিনের এমডি নূর আলী বলেন, “রেশমা বেগম দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেনতবে এখন শারীরিক ও মানসিকভাবে তিনি বেশ ভালো আছেনতিনি চাকরিতে যোগদান করতে পারবেন বলে আমরা আশা করছিএ কারণে রেশমাকে বৃহস্পতিবার চাকরিতে যোগদানের জন্য বলা হয়েছে

 

চাকরিতে রেশমাকে দেয়া সুযোগ-সুবিধার বিষয়ে আজিম শাহ বলেন, “ওয়েস্টিনের যে বেতন কাঠামো আছে সে অনুযায়ী তাকে বেতন দেয়া হবেবেতনের পাশাপাশি তাকে ঈদ বোনাস, ভাতাসহ সব ধরনের সুযোগ-সুবিধাও দেয়া হবে

রানা প্লাজা ধসের ১৭ দিন পর ১০ মে, শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধশ্বাস অভিযান শেষে রেশমাকে উদ্ধার করেন সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা

Exit mobile version