জি নিউজ ঃ সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা সোয়া দুইটায় যশোরের বেনাপোল বন্দরের বড় আতড়া এলাকায় অবস্থিত অটবি ফার্নিচারের ডিলার আওয়ামী লীগের কর্মী মিঠুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর যশোর বিমানবন্দরে তাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিকাল সোয়া তিনটায় সাভারে উদ্ধারস্থলের নিয়ন্ত্রণ কক্ষের মাইকে ঘোষণা দিয়ে তিনি বলেন, যে মানুষরূপী পশুটি এখানে মরণফাঁদ তৈরি করেছিল, যে সোহেল রানাকে গ্রেপ্তারের দাবি ছিল জনগণের, ভারতে পালানোর সময় তাকে যশোরের বেনাপোলে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এদিকে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রানা খুলনায় আছেন এমন খবর ছড়িয়ে পড়লে তার খোঁজে সেখানে গ্রেপ্তার অভিযান চালানো হয়। এর কয়েক ঘণ্টার পরই বেনাপোল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রানা ভারতে পালাচ্ছিলেন নাকি ভারত থেকে দেশে প্রবেশ করেন এ বিষয়ে স্পষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য রানা প্লাজা ধসে সাড়ে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়। এ খবর শুনে রানার মা’ অসুস্থ হয়ে পড়েন। গতকাল রাতে তার মৃত্যু হয়।