রামুতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠিকে অর্থ বিতরণ

unnamedরামু কক্সবাজারঃ  কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, বন্যা, খরা, ঘূর্ণিঝড় সহ যে কোন ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সরকারে পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো প্রশংসনীয় ভূমিকা পালন করছে। দূর্যোগ মোকাবেলায় প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। রামুতে বন্যা ও ঘূর্ণিঝড় কোমেন এ ক্ষতিপ্রস্ত জনগোষ্ঠিকে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল তিনটায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বন্যা ও ঘূর্ণিঝড় কোমেন এ ক্ষতিগ্রস্তজনগোষ্ঠির জন্য জরুরী সহায়তা প্রকল্পের ‘শর্তবিহীন অর্থ বিতরণ কর্মসূচি’র আওতায় ১২৪ জন নারী-পুরুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রযাত্রা’র চেয়ারম্যান নীলিমা আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, ক্রিশ্চিয়ান এইড এর কো অর্ডিনেটর সত্যজিৎ রায়, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মলল্লক, ফতেখাঁরকুল ইউপি সদস্য আবুল বশর ও সোনিয়া বড়ুয়া, মানবাধিকার কর্মী সুরেশ বড়ুয়া বাঙ্গালী প্রমূখ।

Exit mobile version