এসময় সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সত্যপ্রিয় মহাথের এবং সীমা বিহারের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ খবর নেন এবং বিহারে নিরাপত্তা জোরদার করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সাংসদ আব্দুর রহমান বদি, সাংসদ আশেক উল্লাহ রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক ড.অনুপম সাহা, জেলা পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মাহবুবুল করিম, রামু কলেজের অধ্যক্ষ আব্দুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রহিম, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, জাফর আলম চৌধুরী চেয়ারম্যান, সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের উপদেষ্টা ছড়াকার দর্পণ বড়ুয়া,এস এম স্বদেশ শর্মা, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, শিলপ্রিয় ভিক্ষু, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল কবির হেলাল, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, যুবলীগ নেতা ওসমান গনি প্রমূখ। এর আগে দুপুর ১ টায় তিনি উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়াস্থ বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মার বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।