রাহুলের কঠিনতম পরীক্ষা এবার আমেথি আসন

india 5আন্তর্জাতিক ডেস্কঃ- উত্তরপ্রদেশের আমেথি সংসদীয় কেন্দ্র দেশের অন্য সব আসনের তুলনায় রাহুল এবং তাঁর কংগ্রেস পার্টির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ৷ কারণ গান্ধী পরিবারের দুর্গ বলে পরিচিত আমেথি আসনটি ধরে রাখতে না পারলে সেটা হবে এক ঐতিহাসিক পরিবর্তন৷উত্তরপ্রদেশের আমেথি সংসদীয় আসন গান্ধী পরিবারের দুর্গ – রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী৷ গত দুটি নির্বাচনে রাহুল কার্যত বিনা চ্যালেঞ্জেই ধরে রাখতে পেরেছিলেন এই আসন৷ বাড়িয়েছিলেন ভোটের ব্যবধান৷ ২০০৪-এর নির্বাচনে রাহুল জিতেছিলেন ২ লাখ ৯০ হাজার ভোটের ব্যবধানে এবং ২০০৯ সালের নির্বাচনে সেই ব্যবধান বেড়ে হয়েছিল ৩ লাখ ৭০ হাজার৷কিন্তু ২০১৪ সালের নির্বাচনে গান্ধী পরিবারের দুর্গ আমেথি আসনে ভূমিগত বাস্তবতায় ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে একটা পরিবর্তনের প্রবণতা৷ একটা প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া৷ কারণ প্রত্যাশামত উন্নয়ন হয়নি৷ কোথায় যেন একটা চাপা অসন্তোষের ছায়া ভোটারদের মনে৷ সেটাকে ভোট প্রচারে কাজে লাগিয়ে গান্ধী পরিবারের দুর্গে নিঃশব্দে ঢুকে পড়েছে বিজেপি৷ সেটা আঁচ করতে পেরে কংগ্রেস নেতৃত্ব আমেথি কেন্দ্রের নির্বাচনি ময়দানে রাহুলের ভোট প্রচারে নামিয়েছে রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী (বঢরা) এবং সোনিয়া গান্ধীকে৷রাহুলের ভোট প্রচারে নেমে প্রিয়াঙ্কা তাঁর নিজস্ব ভাষায় তুলোধোনা করে চলেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে৷ কারণ বিজেপি, বিশেষ করে মোদীকে আমেথির চাবি হস্তান্তরিত না করতে দৃঢ়প্রতিজ্ঞ কংগ্রেস৷ তার পাশে দাঁড়িয়েছে বন্ধুদল মুলায়ম সিং-এর সমাজবাদী পার্টি৷ রাহুলের বিরুদ্ধে কোনো প্রার্থী দেয়নি৷ অপর বন্ধু দল বহুজন সমাজ পার্টি দিয়েছে অতি দুর্বল প্রার্থী৷ আম আদমি প্রার্থী কুমার বিশ্বাস কিছু ভোট কাটবেন৷ তবে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে আমেথি আসন যেন একটা মর্যাদার লড়াই৷রাহুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী টিভি সিরিয়ালেরপরিচিত মুখ স্মৃতি ইরাণি৷ বিজেপি ক্যাডারে রীতিমত ওজনদার প্রার্থী৷ যদিও প্রিয়াঙ্কার জিজ্ঞাসা, কে এই স্মৃতি ইরাণি? ভাবগত ব্যঞ্জনা যেন কোথাকার কে ইরাণি, সে রাহুলকে চ্যালেঞ্জ করছেন? অন্যদিকে গৈরিক ব্রিগেডের মূল কৌশলনীতি ইরাণি-রাহুলের জবরদস্ত লড়াইয়ের পর হারজিতের ব্যবধানটা যেন দেখিয়ে দেয় যে, গান্ধী পরিবারের দুর্গের ইঁট খসতে শুরু করেছে৷ আর সেই লক্ষ্যে একদিকে রয়েছে উত্তরপ্রদেশে বিজেপির প্রচার অভিযানের প্রধান মোদীর ডান হাত অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপির পুরো সাংগঠনিক শক্তি এবং অন্যদিকে দলের দিশা নির্দেশক আরএসএস তার সর্বশক্তি দিয়ে ইরাণিকে জেতাতে আমেথি ময়দানে নেমে পড়েছে ভোটে একটা নাটকীয় ফলাফলের আশায়৷গত সোমবার ভোট প্রচারের শেষদিনে বিজেপি প্রার্থী ইরাণির হয়ে জনসভায় ভাষণ দিলেন নরেন্দ্র মোদী৷ জনসভায় যাতে অন্তত লাখ দুয়েক লোক হয় তার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীরা দিনরাত খেটেছেন৷ এটা বোঝাতে যে ‘মোদী ঢেউ’ আমেথিতেও আছড়ে পড়েছে৷ রাহলকে কোণঠাসা করতে বিজেপি প্রকাশ করেছে ১৬ পাতার পুস্তিকা৷ তাতে তুলে ধরা হয়েছে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, রাহুল গান্ধীর ব্যক্তিগত জীবন নিয়ে কটুক্তি৷ যেমন রাহুলের শরীরে বইছে বিদেশি রক্ত৷মোটকথা, রাহুলের পক্ষে আমেথির মাটি আর আগের মত নরম নেই৷ শক্ত মাটিতে হাঁটতে হবে রাহুলকে৷ এ প্রতিবেদনটি ডি ডাব্লিউ এর, ৭ই মের পর এবারের শেষ রণ বারাণসী ১২ই মে৷ আমেথির পর বারাণসীতে রাহুল যাবেন তাঁর দলবল নিয়ে মোদী বধে৷ কিন্তু কতটা সফল হবেন রাহুল বিশ্লেষকদের মনে রয়ে গেছে ঘোরতর সংশয়.।

Exit mobile version