রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করবে না কংগ্রেস

অনলাইন ডেস্ক ,জি নিউজঃ- নয়াদিল্লি, (কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে ঘোষণা করবে নাগতশুক্রবার সিনিয়র কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং একথা বলেছেন।  টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে দিগ্বিজয় সিং বলেন, প্রধানমন্ত্রী পদে বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদি রাহুল গান্ধীর জন্য কোনো চ্যালেঞ্জ ননকংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে বিজয়ী হলে বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পুনরায় প্রধানমন্ত্রী পদে প্রার্থী করবে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি দিগ্বিজয় সিং আরো বলেছেন, আমাদের সরকার ব্যবস্থা প্রেসিডেন্ট পদ্ধতির নয়কংগ্রেস পার্টি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদে    কোনো প্রার্থী ঘোষণা করে নাকর্ণাটকে বিধানসভা নির্বাচনে আমরা  কাউকে মুখ্যমন্ত্রী পদে প্রার্থী হিসাবে ঘোষণা করিনিপ্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে রাহুল গান্ধীকে উপস্থাপনে কংগ্রেসের সংশষ, কেন তাকে প্রার্থী হিসাবে উপস্থাপন করা হবে না এবং প্রধানমন্ত্রী পদে কংগ্রেসের প্রার্থী কে হবেন জানতে চাইলে তিনি এসব কথা বলেন। দিগ্বিজয় সিং আরো ইঙ্গিত দেন যে, আগামী নির্বাচনের পর কংগ্রেস বাম ফ্রন্টের সঙ্গে জোট গঠনে আগ্রহী নয়তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদির আবির্ভাবে নির্বাচনে রাজনৈতিক মেরুকরণ হতে পারে।  দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়

Exit mobile version