জি নিউজ ঃ হরতালের কারণে রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।
শনিবার সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি তথ্যর মাধ্যমে জানা আগামী ৩০ মে বৃহস্পতিবার এই পরীক্ষা নেয়া হবে। সকালের পরীক্ষাগুলো ওই দিন সকাল ১০টায় এবং বিকালের পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গ , রোববার ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে গণিত (তত্ত্বীয়) প্রথম পত্র এবং অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন প্রথম পত্র, বিকালে সমাজ বিজ্ঞান প্রথম পত্র ও সমাজকল্যাণ প্রথম পত্রের পরীক্ষা ছিল।