লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে এক বন্দুকধারীর গুলীতে একজন নিহত

voy 1অনলাইন ডেস্ক ,জি নিউজঃ- লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে এক বন্দুকধারীর গুলীতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশ জানায় বন্দুকধারী এয়ারপোর্টের নিরাপত্তা এলাকায় ঢুকে গুলী চালাতে থাকেপুলিশ তার দিকে পাল্টা গুলী চালায় এবং গ্রেফতার করে নিহতের পরিচয় এখনো জানা যায়নিতবে তিনি একজন নিরাপত্তা কর্মী ছিলেনঘটনায় ৭ জন নিহত হয়সূত্র   – ভয়েস অফ আমেরিক  

Exit mobile version