আন্তর্জাতিক ডেস্ক:-লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিদ্রোহী গোষ্ঠী ফজর লিবিয়ার সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ সরকারি সেনা নিহত ও অপর ২৪ জন আহত হয়েছে। সেনা সূত্রগুলো জানিয়েছে, ফজর লিবিয়ার একটি গোপন আস্তানায় সেনাবাহিনী অভিযান চালাতে গেলে এ সংঘর্ষ শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, কয়েকজন সেনা সদস্য নিহত হলেও ত্রিপোলির তাজুরা এলাকার ওই আস্তানাটি পুরোপুরি সেনা নিয়ন্ত্রণে চলে এসেছে। তাজুরা এলাকার কাছে ত্রিপোলির একটি প্রবেশমুখও সেনাবাহিনী পুনর্দখল করেছে।
শুক্রবারের ওই সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠী ফজর লিবিয়ার চারজন এবং তিন নারী নিহত হয়েছে।খবর:রেডিও তেহরান, নিহত এসব নারী দু’পক্ষের ক্রসফায়ারের মধ্যে পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়।