শনিবার জাজিরা যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা  শনিবার শরীয়তপুরের জাজিরা সফর করবেন। তিনি পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে ২ কিলোমিটার নদী শাসনের কাজ উদ্ভোধন করবেন।  নদী শাসনের ব�ক ফেলে এর উদ্বোধন শেষে পদ্মা সেতুর কনস্ট্রাকশন স্টক ইয়ার্ডে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এ সময় তাঁর সেতু নির্মানের তিনটি প্যাকেজ ঘোষনা করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গত ২৬ ফেব্রুয়ারী থেকে এসএসএফ এর সদস্যরা শরীয়তপুরে অবস্থান করছেন বলে জানিয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয়। এছাড়াও ৪ শতাধিক পোশাকধারী ও ৪২ জন সাদা পোশাকের সদস্য ওই দিন প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রদানে নিয়োজিত থাকবেন।

স্থানীয় সংসদ সদস্য বি,এম মোজাম্মেল হক জনসভাকে স্বার্থক করার জন্য নিজ নির্বাচনী এলাকার অবস্থান করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের মেয়াদে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে মোট ৩ বার শরীয়তপুর সফর করছেন। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক জানান, সকল ষড়যন্ত্র অত্রিক্রম করে শেখ হসিনা জনগনকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতুর নির্মান সংশি�ষ্ট নদী শাসনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন।
সম্পাদনা/শাবানা মন্ডল /০২.১৩ঘ /১মার্চ

Exit mobile version