আল আমিন ,স্টাফ রিপোটার,উত্তরা : শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টা থেকে উত্তরায় বিক্ষোভ করছেন উত্তরা ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি, সান্তা মারিয়াম ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি ও এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে শিক্ষার্থীরা
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর উত্তরায় তারা বিক্ষোভ শুরু করেন। এসময় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় দু’দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত যান চলাচল এখনও বন্ধ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের সবার পরিচয় আমরা শিক্ষার্থী। আমরা সবাই এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি। আমাদের একটাই দাবি, শিক্ষার উপর সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
তারা আরও বলেন, বুধবার (৯ সেপ্টেম্বর) একই দাবিতে আমাদের শিক্ষার্থী ভাইদের উপর কেন লাঠিচার্জ ও গুলি চালানো হলো, এর উত্তর চাই। আমরা তো সন্ত্রাসী নই, তবে কেন আমাদের সঙ্গে এই বর্বর আচরণ করা হলো