শিল্পকর্ম নয় বাস্তব

নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন স্থানে এখনও শীতের প্রকোপ লক্ষ করা যায়। তাছাড়াও কোথাও কোথাও শীতকালীন ঝড় বয়ে যাচ্ছে। তাপমাত্রা কম থাকায় কোনো কোনো এলাকায় তুষারপাত হচ্ছে। আবার শীতকালীন ঝড়ে নিম্ন তাপমাত্রা বিরাজ করায় পানি জমে বরফে পরিণত হচ্ছে। কানাডার ওনতারিও হ্রদ থেকে এমনই একটি ছবি তুলেছেন ফটোগ্রাফার তিমথি করবিন। ছবিতে দেখা যাচ্ছে, নিম্ন তাপমাত্রার কারণে হ্রদের পানি জমে বরফে পরিণত হয়েছে। সেই বরফখণ্ডগুলো গাছের শিকড়ে জেলির মতো লেগে আছে। হ্রদ এলাকায় শীতকালীন প্রবল ঝড়ে পানি তটে এসে শীতল তাপমাত্রার কারণে বরফে পরিণত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, গাছের ডাল ও শিকড়ে বরফ লেগে আছে। কোনো কোনোটিতে স্বচ্ছ শুভ্র বরফখণ্ড গাছের ডালে ঝুলে আছে। সেগুলো অনন্য এক আকৃতি ধারণ করেছে। দেখে মনে হবে শিল্পকর্ম।

সম্পাদনা/শাবানা মন্ডল /০৩.২৬ঘ /২২ ফেব্রয়ারি

Exit mobile version