অনলাইন ডেস্ক, জি নিউজঃ- সুন্দরী প্রতিযোগিতায় বয়স খুব বেশি গুরুত্ব পায় না৷ বিশেষ করে সুন্দরী মেয়ের বয়স কম হওয়াটা কোনো সমস্যাই নয়৷ কিন্তু ফ্রান্সে খুব কম বয়সিদের এমন প্রতিযোগিতা বন্ধ করতে চায় সে দেশের সরকার৷ আইন প্রণয়নের উদ্যোগ চলছে৷ ফ্রান্সের সেনেটে এ নিয়ে ভোটাভুটি হয়েছে৷ সেখানে ১৬ বছরের কম বয়সিদের কোনো সুন্দরী প্রতিযোগিতা আয়োজন কিংবা এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করার বিলটি পাশ হয়েছে ১৯৭-১৪৬ ভোটে৷ এ আইন চূড়ান্ত হলে ফ্রান্সে আর ১৬ বছর বা তার কম বয়সি মেয়েদের জন্য কোনো সুন্দরী প্রতিযোগিতা আয়োজন করা যাবে না৷ কোনো আয়োজক আইন না মেনে কাউকে অংশগ্রহণ করতে দিলে সংশ্লিষ্ট ব্যাক্তির দুই বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার ইউরো জরিমানা হবে৷ ফ্রান্সে অবশ্য এমন প্রতিযোগিতা খুব বেশি হয় না৷ তবু সরকার কম বয়সি মেয়েদের অধিকার রক্ষা এবং হয়রানি রোধ করতে এমন উদ্যোগ নিয়েছে৷ সে দেশের সাংসদ শঁতাল জুয়ানো মনে করেন, এ ধরণের প্রতিযোগিতায় শিশুদের ব্যবহার করে যৌনতাকে উসকে দেয়া হয় বলে সমাজে সমঅধিকারের ভিত হুমকির মুখে পড়ছে৷ কোথাও ছেলেদের নিয়ে কেন এমন প্রতিযোগিতা হয়না – শঁতাল তা জানতে চেয়েছিলেন এক আয়োজকের কাছে৷ আয়োজক তাঁকে বলেছেন, ‘‘ছেলেরা এভাবে নিজেদের নামাতে চায় না৷ ” অল্প বয়সি মেয়েরা যখন লেখাপড়া করে ভবিষ্যৎ গড়ার চেষ্টা করবে, তখন তাদের এমন দৃষ্টিভঙ্গি নিয়ে সৌন্দর্য প্রদর্শনীর প্রতিযোগিতায় নামিয়ে দেয়া আর দেখতে চায় না ফরাসি সরকার৷ তাই বিলটি উত্থাপন করা হয়েছিল সেনেটে৷ সেখানে অনুমোদ পেলেও আইন হিসেবে কার্যকর করার আগে সংসদের নিম্নকক্ষে আরেকবার ভোটাভুটি হতে হবে৷ সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেলেই ১৬ বছর বা তার কম বয়সি মেয়েদের সুন্দরী প্রতিযোগিতা আয়োজন নিষিদ্ধ হবে ফ্রান্সে৷, এসিবি/ডিজি (এপি) খবর Dw de এর