জি নিউজ : আগামী ১৯ এপ্রিল শুক্রবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩ মে শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের দাবির মুখে এ তারিখ পরিবর্তন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিবর্তীত তারিখ অনুযায়ী আগামী ১৯ এপ্রিল শুক্রবারের পরীক্ষা ৩ মে শুক্রবার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরপর দুদিন দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ থাকায় শুক্রবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ খবর নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুদিনে মোট ১৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে। ফলে পরীক্ষার সময়সূচি এলোমেলো হওয়ায় জট লেগে গেলে একাধারে কয়েকটি পরীক্ষা গ্রহনের জন্য তারিখ নির্ধারন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা বলেন, আজ আন্ত:শিক্ষা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়সূচি অনুযায়ী ৮টি সাধারণ বোর্ডের অর্থনীতি প্রথমপত্র, পদার্থবিজ্ঞান প্রথমপত্র তত্ত্বীয়, বাংলা ভাষা ও সাহিত্য প্রথমপত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য প্রথমপত্র, ডিআইবিএসে ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথমপত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র (আবশ্যিক), মাদ্রাসা বোর্ডের আরবি প্রথমপত্র ও আরবি সাহিত্য পরীক্ষা ৩ মে শুক্রবার অনুষ্ঠিত হবে।
এদিকে পরীক্ষার্থীদের দাবি নতুন সূচি তাদের পরীক্ষাপূর্ব প্রস্তুতির জন্য সহায়ক নয়। কঠিন বিষয়গুলোর পরীক্ষার মধ্যবর্তী যেটুকু সময় রাখা হয়েছে তা যথেষ্ট নয় উল্লেখ করে এ সূচি বিশেষ করে ১৯ এপ্রিলের পরীক্ষা পেছানোর দাবি জানায় পরীক্ষার্থীরা। তারই প্রেক্ষিতে অবশেষে ১৯ এপ্রিলের পরীক্ষার এ নতুন সময়সূচি ঘোষণা করা হলো।
সুবোধ চন্দ্র ঢালী বলেন, এছাড়া এইচএসসি ভোকেশনাল সিলেবাসের গণিত-২, ব্যবসায় ব্যবস্থাপনার অধীনে ব্যবস্থাপনা নীতি ও পদ্ধতি (দ্বাদশ) এবং হিসাব বিজ্ঞান (একাদশ/পরিপূরক), ডিপ্লোমা ইন কমার্সের অধীনে অর্থনীতি (দ্বাদশ) এবং ব্যাংকিং ও বীমা (একাদশ/পরিপূরক) পরীক্ষাও ৩ মে শুক্রবার অনুষ্ঠিত হবে।
অপরদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাধারণত সকালের পরীক্ষাগুলো বেলা দশটায় শুরু হয়ে থাকলেও ৩মে শুক্রবার হওয়ায় ওই দিন সকালের পরীক্ষা স্বাভাবিক সময়ের চেয়ে এক ঘণ্টা আগে অর্থাৎ সকাল নয়টায় শুরু হবে। চলবে ১২টা পর্যন্ত। এছাড়া বিকেলের পরীক্ষাগুলো দুপুর দুইটা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত চলবে।