তিনি বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনে যদি ভুল থাকে, সেটা হলো শেখ হাসিনাকে দেশে ফিরতে দেয়া এবং রাজনীতি করার সুযোগ করে দেয়া। নেতা-কর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, দেশবাসীকে বর্তমান যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। অবৈধ সরকারের কাছে মুক্তির দাবি করে লাভ নেই। মানুষ শুধু বদ্ধ ঘরে বক্তব্য শুনতে চায় না। রাজপথে থাকতে হবে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সব বন্দিকে মুক্তি দিতে সরকার যাতে বাধ্য হয়, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।
সরকার দেশে বসবাসের তিক্ত পরিবেশ সৃষ্টি করেছে উল্লেখ করে রিজভী বলেন, ১৫ আগস্টসহ অন্যান্য খুনের জন্য বিএনপিকে দায়ী না করে নিজেরা আয়নার সামনে দাঁড়ান, দেখবেন কার চেহারা ভেসে ওঠে। তারা আপনাদের সঙ্গেই আছে।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব বরকত উল্যা বুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর যুবদল উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।