শেরপুরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসি আমিনুল ইসলাম মতবিনিময় করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে ওসি আমিনুল ইসলাম বলেন, আপনাদেরকে জাতির বিবেক বলা হয়। কারণ লেখনির মাধ্যমে সাংবাদিকরা সমাজের বাস্তব অবস্থা জাতির সামনে তুলে ধরে থাকেন। ফলে অনেক অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়। আর অসহায় নির্যাতিত মানুষেরও ন্যায়বিচার নিশ্চিত হয়। তাই আপনাদের সহযোগিতা পেলে এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সাথে শেরপুর শহর থেকে মাদক নির্মূল করারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন নবাগত এই পুলিশ কর্মকর্তা। উক্ত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি নিমাই ঘোষ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, বিজয় বাংলার সম্পাদক আকরাম হোসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য জাহাঙ্গীর ইসলাম, সাংবাদিক আব্দুল হামিদ, শাহজামাল কামাল, শহিদুল ইসলাম শাওন প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদনা/শাবানা মন্ডল /০১.২৫ঘ /২২ ফেব্রয়ারি

Exit mobile version