স্পোর্টস ডেস্ক:- ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় ওয়ানডেতে ৯১ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করতে নেমে দিনেশ রামদিনের ক্যারিয়ারসেরা ১৬৯ ও ড্যারেন ব্রাভোর ১২৪ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৩৩৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৮ উইকেটে ২৪৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই বিদায় নেন এনামুল হক আর দ্বিতীয় ওভারে ইমরুল কায়েস। তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে মুশফিকের ৯৯ রানের জুটি স্বস্তি ফেরালেও অর্ধশতকে পৌঁছানোর পর তামিম সুনিল নারাইনের বলে বোল্ড হয়ে যান। সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা মুমিনুল হক ফেরেন মাত্র ৫ রান করে। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৫৫ রানের আরেকটি জুটি করেন মুশফিক। রবি রামপালের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৭২ রান।
শেষ দিকে মাহমুদুল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১০ ওভার বল করে মাত্র ২৯ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন রবি রামপাল।
এর আগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডোয়াইন ব্রাভো আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা। চতুর্থ ওভারেই লেন্ডল সিমন্সকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। পরের ওভারে আল-আমিন হোসেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলকে বিদায় করলে চাপে পড়েন স্বাগতিকরা।
৪৩তমওভারেবিচ্ছিন্নহওয়ারআগে২৫৮রানেরজুটিগড়েনরামদিনওড্যারেনব্র্যাভো।ওয়ানডেতেতৃতীয়উইকেটেএটিইসর্বোচ্চরানেরজুটি।আরযেকোনোউইকেটেওয়েস্টইন্ডিজেরপক্ষেসর্বোচ্চরানেরজুটিওএখনরামদিন-ব্র্যাভোরঅধিকারে।
মাহমুদুল্লাহরশিকারেপরিণতহওয়ারআগে১২৪রানকরেনড্যারেনব্র্যাভো।শেষওভারেআল-আমিনেরবলেনাসিরেরহাতেক্যাচদিয়েফেরারআগে১৬৯রানকরেনরামদিন।ওয়ানডেতেএটিতারসর্বোচ্চরান।
শেষওভারেপরপরদুইবলেরামদিনওজেসনহোল্ডারকেফিরিয়েদিয়েহ্যাটট্রিকেরসম্ভাবনাজাগানআল-আমিন।তবেহ্যাটট্রিকবলঠেকিয়েতাকেহতাশকরেননারাইন।খবর-রেডিওতেহরান,বাংলাদেশেরপক্ষেসফলসর্বোচ্চ৪উইকেটনিয়েছেনপেসারআলআমিন।