শ্রমিকদের উপযুক্ত মজুরীওউন্নয়নে উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ- প্রধানমন্ত্রী

hasina25জি নিউজ বিডি ডট নেট:- শ্রমিকদের উপযুক্ত মজুরী, নিরাপদ কর্ম পরিবেশ ও তাদের মান উন্নয়নে উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়নের আদলে শ্রমিক ওয়েল ফেয়ার এসোসিয়েশনকে শ্রম আইনের বিধিতে অন্তর্ভুক্ত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,  শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তাঁর সরকারের অন্যতম দায়িত্ব হল শ্রমসংশ্লিষ্ট আইনসমূহ বাস্তবায়ন, শ্রম আদালতের মাধমে শ্রমক্ষেত্রে সুবিচার নিশ্চিত করা এবং শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ তাঁদের কল্যাণ নিশ্চিত করা। দেশে নারী শ্রমিকের সংখ্যা বেশী উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের নিরাপত্তা নিশ্চিতসহ প্রশিক্ষনের ব্যবস্থা এবং তাদের জন্য ডর্মেটরি নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি গার্মেন্টসসহ অন্য কারখানাগুলোতে ব্যক্তি উদ্যোগে কেউ রেশন ব্যবস্থা চালু করতে চাইলে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশুশ্রম নিরসনে বদ্ধপরিকর। এ লক্ষ্যে ১৯৯৬-২০০১ মেয়াদে পোশাকশিল্প খাত থেকে সম্পূর্ণভাবে শিশুশ্রম প্রত্যাহার করা হয়। শিশুশ্রম নিরসনের কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, বর্তমানে দেশের ১৪টি জেলায় প্রায় ৫০ হাজার শিশুকে দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। স্বল্পআয়ের মানুষের আবাসন সুবিধা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা বড়লোক তারা আরো বড়লোক হচ্ছে অন্যদিকে বস্তি বা অন্য জায়গাগুলোতে গরিব মানুষরা মানবেতর জীবনযাপন করছে। এটা গ্রহনযোগ্য নয়।’ তিনি তাদের জন্য ন্যূনতম একটি আবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। শেখ হাসিনা বলেন, দেশের জনশক্তির দক্ষতা উন্নয়নের জন্য ইতোমধ্যে ন্যাশনাল স্কিল ডেভলপমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে সমম্বয় করে সমগ্র দেশের জন্য সমন্বিতভাবে কারিগরি প্রশিক্ষণ ও বিভিন্ন পেশাগত প্রশিক্ষণের কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। এছাড়াও দুর্ঘটনা রোধে ভবন ও অগ্নি নিরাপত্তার জন্য আইএলও’র সহায়তায় শ্রমিক, মালিক ও শ্রম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তৈরি পোশাকশিল্পে অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে আইএলও কারিগরিসহ সার্বিক সহযোগিতা প্রদান করছে। প্রধানমন্ত্রী বলেন, ২০১৫ সালের মধ্যে বর্তমান ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শেষ হলে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০২১ সালের মধ্যে মাথাপিছু গড় আয় বর্তমানের ১ হাজার ৪৪ ডলার থেকে বেড়ে ১ হাজার ৫০০ ডলারে উন্নীত হবে। প্রবৃদ্ধির হার বেড়ে ১০ শতাংশে উন্নীত হবে এবং দারিদ্র্যের হার বর্তমান ২৬ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে দাঁড়াবে।  ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুস সোবহান শিকদার এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারাও । তাঃ-১৭ ফেব্রুয়ারি২০১৪।

 

 

 

Exit mobile version