স্পোর্টস ডেস্ক:- দুই উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ও কৌশল সিলভাকে ফিরেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আজ শুক্রবার প্রথম সেশনে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৫৫ রান। ক্রিজে রয়েছেন শ্রীলঙ্কার দুই সেরা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। অফ-স্পিনার মাহমুদুল্লাহর বলে স্লিপে নাসির হোসেনের হাতে ধরা পড়েন দিমুথ করুনারত্নে (১৫)। এলবিডাব্লিউর ফাঁদে পড়েন কৌশল সিলভা (২৯)।এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে ৪২৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের দুটি উইকেটই নিয়েছেন অজন্তা মেন্ডিস। ৯৯ রানে ৬ উইকেট নিয়ে এই স্পিনারই শ্রীলঙ্কার সেরা বোলার। ইনিংসে এটিই তার সেরা বোলিং। এ নিয়ে চারবার ৫ উইকেট নিলেন তিনি।দিনের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফিরে যান মাহমুদুল্লাহ রিয়াদ। আগের দিন ৩০ রান করা এই ব্যাটসম্যান শুক্রবার কোনো রান যোগ করতে পারেননি। এক ওভার বিরতির পর আবার আঘাত। আল-আমিন হোসেনকে বোল্ড করে স্বাগতিকদের গুটিয়ে দেন মেন্ডিস। প্রথম ইনিংসে ৫৮৭ রান করায় ১৬১ রানের লিড পায় শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ৪০৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ১৫৬.৪ ওভারে ৫৮৭/১০ (কুমার সাঙ্গাকারা ৩১৯, জয়বর্ধনে ৭২, মেন্ডিস ৪৭, ভিথানাগে ৩৫, করুনারত্নে ৩১ চান্দিমাল ২৭, সিলভা ১১,ম্যাথুজ ৫। সাকিব ৫/১৪৮, নাসির হোসেন ২/১৬, আল আমিন ১/৮১,সোহাগ গাজী ১/১৮১ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১/১১০)
বাংলাদেশ প্রথম ইনিংস : ৪০৯/৮ (ইমরুল ১১৫, শামসুর ১০৬, সাকিব ৫০, নাসির ৪২, মাহমুদুল্লাহ ব্যাটিং ৩০, মুশফিক ২০, মুমিনুল ১৩, মেন্ডিস ৪/৮৪, পেরেরা ৩/১১৯, লাকমাল ১/৬৮)।
বাংলাদেশ : তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, মাহমুদুল্লাহ রিয়াদ ও আল আমিন হোসেন।
শ্রীলঙ্কা : কৌশল সিলভা, দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কিথুরুয়ান ভিতানাগে, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দিলুরুয়ান পেরেরা, নুয়ান প্রদীপ, অজন্তা মেন্ডিস ও সুরঙ্গা লাকমাল। তাঃ-০৭ ফেব্রুয়ারি, ২০১৪।