‘ইমারজেন্সি’ নিয়মিত দিনের বিভিন্ন সময়ে প্রেশার মাপার পর, উচ্চ রক্তচাপ থাকার পাশাপাশি যদি বুক জ্বালা, ব্যথা বা বুকে চাপ, নিঃশ্বাস নিতে এবং কথা বলতে কষ্ট বা অসুবিধা হওয়া, বমিভাব, নাক দিয়ে রক্তপড়া – এ ধরনের লক্ষণও দেখা দেয়, তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে৷ উচ্চ রক্তচাপকে হাল্কা করে নেয়া একেবারেই বুদ্ধিমানের কাজ নয়!খবর:dw