অনলাইন ডেস্ক, জি নিউজঃ- সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৩টির শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে আগের দিনের তুলনায় খাতভিত্তিক দাম বেড়েছে সিমেন্ট, প্রকৌশল, ট্রাভেল ও বীমা খাতের। ডিএসইর লেনদেনসহ দুই সূচকের মধ্যে একটির ঊর্ধŸমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯২.৪৩ শতাংশ। বুধবার এ খাতের শেয়ারের মোট লেনদেন হয়েছিল ৪০ কোটি ৯ লাখ টাকার। বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭৮ কোটি ৭৩ লাখ টাকা। আর এ খাতের তালিকাভুক্ত ৭টি কোম্পানির মধ্যে বৃহস্পতিবার সবক’টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এছাড়া বীমা খাতের তালিকাভুক্ত ৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির এবং দাম কমেছে ৬টির। ট্রাভেলিং খাতের ৫টি কোম্পানির মধ্যে সবক’টির শেয়ারের দাম বেড়েছে। এদিকে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনকৃত ২৮৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেনের পরিমাণ ছিল ৫৬৫ কোটি ২৮ লাখ ৪১ হাজার ৩০২ টাকা। যা আগের দিনের চেয়ে ১৮ কোটি ৭৪ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের তুলনায় দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৪০৭৭.৯৪ পয়েন্টে এবং ডিএস ৩০ মূল্যসূচক ৬.০৭ পয়েন্ট কমে ১৫০৯.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।বুধবারের তুলনায় বৃহস্পতিবার লেনদেন কমেছে ব্যাংক, ওষুধ, বস্ত্র, ট্যানারি, বিদ্যুৎ ও জ্বালানি, প্রেস অ্যান্ড প্রিন্টিং খাতের। আগের দিনের তুলনায় ব্যাংকিং খাতের লেনদেন কমেছে ১ কোটি ৯৪ লাখ টাকা। ওষুধ খাতের লেনদেন কমেছে ৬ কোটি ৬৮ কোটি টাকা। বস্ত্র খাতের ৩৩ কোটি ৮৮ লাখ টাকা। আর খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সিমেন্ট খাত। আগের দিনের তুলনায় এ খাতের লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৮১ লাখ টাকা। এছাড়া নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন বেড়েছে ৩ কোটি ৬৯ লাখ টাকা। প্রকৌশলী খাতের ১৫ কোটি ৫০ লাখ টাকা। খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১৬ লাখ টাকা। খবর অনলাইন তাঃ-১৩ সেপ্টেম্বর, ২০১৩
২০১৩