সবুজ আন্দোলন নিয়ে “বিউটিফুল বোনারপাড়া”র মিলন মেলা ও সবুজযাত্রা

মোঃ হোসেন জীবনঃগাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় “বিউটিফুল বোনারপাড়া” অনলাইনভিত্তিক সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হলো গত ২০ ও ২১শে জুলাই ২০১৫ইং দুইদিন ব্যাপী বিভিন্ন সচেতনতামূলক সামাজিক কার্যক্রম ।
কার্যক্রমের প্রথম দিন ২০শে জুলাই জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্থানীয় কাজী আজহার আলী মডেল হাইস্কুল এর মিলনায়তনে মিলন মেলা,২০১৫ শিরোনামে আয়োজন করা হয় এলাকার সমস্যা সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা । সভায় উপস্থিত ছিলেন নানা পেশার বিভিন্ন স্তরের সদস্যগণ । “আমাদের বসতি,আমাদের বোনারপাড়া । আমাদের দায়িত্ব ,আমাদের সচেতনতা ।” শ্লোগানকে উপজীব্য করে বোনারপাড়া তথা সাঘাটা উপজেলা ও গাইবান্ধা জেলার উন্নয়নে সদস্যদের পরিকল্পনা, ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিভিন্ন মতামত আলোচনায় স্থান পায় ।

আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি জনাব এডভোকেট রকিবুল ইসলাম, হাটখোলা টেকনিক্যাল & বিএম মহিলা কলেজ এর অধ্যক্ষ আফজাল হোসেন, সাঘাটা ডিগ্রী কলেজ এর প্রভাষক মোঃওয়ালিউর রহমান, সংঙ্গীত শিক্ষক মোঃজুলফিকার লিখন, সাবেক বি আর ডি বি চেয়ারম্যান মোঃমন্জুর মোর্শেদ বাপ্পী,ফ্যাশন ডিজাইনার মোঃমুনজুল কবীর , ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের আইটি বিশেষজ্ঞ মোঃআব্দুল্যা হেল বাকি,গাইবান্ধা সরকারি কলেজের প্রভাষক মোঃ মোতাহার হোসেন সোহাগ,ইউপি সদস্য আসাদুল ইসলাম, ব্যাংকার আবু জুবায়ের আল মুকুল, চাকুরিজীবি মোঃআব্দুল কালাম আজাদ,ব্যবসায়ী আশরাফুল আলম টুটুল,ব্যবসায়ী মোঃ ফারুকুল ইসলাম, শিক্ষক মোঃ রায়হান কবির বাপ্পী, তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃমাইদুল ইসলাম রুবেল, আর্টিস্ট হামিদুল ইসলাম, সার্ডের সেক্রেটারী ফিরোজ, ব্যবসায়ী নাসিরুদ্দিন পলাশ, গ্রুপ এডমিন মোঃ হারুণ অর রশিদ এবং ইভেন্ট কো-অর্ডিনেটর স্বপন সরকার । উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বপন সরকার বলেন, আগামীর বোনারপাড়াকে আমরা যেমনটি দেখতে চাই সেই স্বপ্নের বীজ আমাদেরই বপন করতে হবে আর একে লালন করতে হবে । পিছনে ফিরে না তাকিয়ে সবাই একযোগে নিজের দায়িত্ববোধকে জাগ্রত করে যদি নিবেদিতভাবে কাজ করে যাই তবেই আমাদের বিউটিফুল বোনারপাড়া বিনির্মানে অবদান রাখতে পারবো নইলে নয় । ”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদুল কবির বাবুল ।

দ্বিতীয় দিন ২১ শে জুলাই সকাল থেকেই বৃষ্টির প্রবল বাধাকে উপেক্ষা করে সদস্যরা একে একে জড়ো হতে থাকে বোনারপাড়ার উপজেলা পরিষদ চত্বরে ।উক্ত দিনের কার্যক্রমের প্রথম পর্যায়ে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে “সবুজযাত্রা” নামে একটি মনোজ্ঞ র্যাপলী উপজেলা পরিষদ চত্বর হতে শুরু করে বোনারপাড়ার বিভিন্ন গ্রুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে বোনারপাড়া জংশনের রেলওয়ে স্টেশনে এসে সমাপ্ত হয় । র্যারলী শেষে সংক্ষিপ্ত সচেতনতামূলক সভায় স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ এইচ এইম এডভোকেট গোলাম শহীদ রঞ্জু উপস্থিত হয়ে বিউটিফুল বোনারপাড়ার সদস্যদের ধন্যবাদ জানিয়ে সবুজ যাত্রার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে একাত্মতা ঘোষণা করেন এবং ভবিষ্যতে এই সবুজ যাত্রাকে চলমান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন । উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সমবেত সচেতন সমাজকে সামনে রেখে সদস্যরা বিভিন্ন বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে ও আপামর জনসাধারণকে এই সবুজযাত্রায় স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণের আহবান জানান । উক্ত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আফজাল হোসেন, এডভোকেট রকিবুল ইসলাম, সমাজ উন্নয়ন গবেষক আলিম আল রাজি, মনজুর মোর্শেদ বাপী, আহমেদুল কবির বাবুল, প্রভাষক শাহ আলম , দলিত অধিকার আন্দোলন কর্মী রাজেশ বাসফোড়, সংস্কৃতি কর্মী জুলফিকার লিখন, রেলশ্রমিক নেতা আনোয়ার হোসেন এবং সবুজ যাত্রার সমন্বয়কারী স্বপন সরকার । উপস্থিত সবাইকে সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে অবদান রাখতে আয়োজকদের পক্ষ থেকে উদাত্ত আহবান করা হয় । উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এইচ এইম এডভোকেট গোলাম শহীদ রঞ্জু তার বক্তব্যে বিউটিফুল বোনারপাড়ার সদস্যদের নিকট হতে “সবুজযাত্রা” নামের এই সামাজিক আন্দোলনকে তরান্বিত করতে আয়োজকদের নিকট হতে এই আন্দোলনের রূপরেখা ও প্রস্তাবনা স্থানীয় উপজেলা পরিষদের পেশ করার আহবান জানান । সভা শেষে উপজেলা চেয়ারম্যান রেলস্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে গ্রুরুত্বপূর্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেন । কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে গ্রুপের সদস্যদের অংশগ্রহণে বোনারপাড়াস্থ কাজী আজহার আলী মডেল উচ্চবিদ্যালয়, বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ইসলামিয়া হাইস্কুল , বোনার পাড়া এম ইউ সিনিয়র মাদ্রাসাসহ বোনারপাড়া জংশনের লোকোসেড ও ক্যারেজে প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করে ।

Exit mobile version