সময় থাকতে আলোচনায় বসুন- সুরঞ্জিত সেনগুপ্ত

জি নিউজঃ-আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আলোচনার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হওয়ার আগেই আলোচনায় বসুন। গতকাল শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ জননী জাহানারা ইমামের ১৯তম শাহাদাৎবার্ষিকী, বিরোধী দল নির্বাচনে মৌলবাদী ও জঙ্গিবাদীদের ব্যবহার এবং বিপুল অর্থব্যয় শীর্ষক বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, সময় যত দেরি হবে আলোচনার পথ তত রুদ্ধ হবে। যখন একটি সময় আসবে আর তখন একেবারেই আলোচনার পথ রুদ্ধ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচনের ফলাফল জনগণের উপরই ন্যস্ত থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামোর মাধ্যমে আলোচনা করে এই সমস্যার সমাধান করা যেতে পারে। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ।

Exit mobile version