সময় বদলালেও বদলায়নি যৌনতার ধরন

22 minal_snehaজি নিউজ ডেস্কঃ- সময় বদলে গেলেও যৌনতার ধরনে পরিবর্তন হয়নি। সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্টে এমনটাই উঠে এসেছে। সমীক্ষায় দেখা গেছে ১৯৮৮-১৯৯৬ সময়কালের জরিপের সঙ্গে ২০০৪-২০১২ পর্যন্ত সময়ে পরিচালিত জরিপে যৌনতার অভ্যাসে পরিবর্তন তেমন একটা দেখা যায়নি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।গবেষণায় উঠে এসেছে তৎকালীন ‘হুকআপ’ সংস্কৃতির সঙ্গে বর্তমানে প্রচলিত সংস্কৃতির যৌনতায় তেমন পার্থক্য নেই। উপরন্তু বর্তমান তারুণ্যের কাছে সে সংস্কৃতি একটি রূপকথার মতো বিষয় হিসেবে প্রচলিত। আর তাদের যৌন অগ্রাধিকারের তালিকাও রয়েছে অপরিবর্তিত।জরিপে উঠে এসেছে, ১৮ বছরের বেশি বয়সের তরুণদের যৌনসঙ্গীর সংখ্যা আগের তুলনায় বর্তমানে বাড়েনি। এ ছাড়াও অপরিবর্তিত রয়েছে যৌনতার সময় ব্যবধানও।ইউনিভার্সিটি অফ পোর্টল্যান্ডের গবেষকরা জানান, ‘আমরা যৌনতার আচরণ ও ধরনে তেমন পরিবর্তন দেখতে পাইনি।’সমীক্ষায় ৭৮.২ ভাগ উত্তরদাতা জানিয়েছেন, তাদের যৌনসঙ্গী হয় তাদের স্থায়ী জীবনসঙ্গী বা এ ধরনেরই দীর্ঘদিনের সঙ্গী।গবেষণায় আরও উঠে এসেছে, বেশিরভাগ মানুষই তাদের দীর্ঘস্থায়ী সঙ্গীর সঙ্গেই যৌনতা করেন। অনিয়মিত মানুষদের সঙ্গে নয়।গবেষণাটির বিস্তারিত প্রকাশিত হয়েছে জার্নাল অফ সেক্স রিসার্চ-এ। বিজ্ঞান পরিবেশ। সূত্র-ইন্টারনেট

Exit mobile version