আল্লামা আহমদ শফি বলেন, দেশবাসী শান্তিপূর্ণভাবে ঢাকা অবরোধ সফল করুন, ১৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হেফাজতের সাথে সরকারের যোগাযোগ প্রসংগে তিনি বলেন, সরকার বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে আলোচনা করছে। তারা আন্দোলন বন্ধ করার কথা বলছে। আমরা বলেছি, শুধু মুখে বললে হবেনা ১৩ দফা বাস্তবায়ন করে দেখাতে হবে। আমাদের আন্দোলন ঈমান ও দেশ রক্ষার জন্য। আল্লামা শফি গতকাল মঙ্গলবার বগুড়া কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলামের মহাসম্মেলনের জনসমুদ্রে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উত্তরবঙ্গ কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মুফতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রিয় নায়েবে আমির ও ঢাকা মহানগরীর আহ্বায়ক নূর হোসেন কাসেমী, নায়েবে মুফতি ইজহারুল ইসলাম, মহাসিচব জুনাইদ বাবুনগরী। হেফাজতে ইসলামের কেন্দ্রিয় নায়েবে আমির ও ঢাকা মহানগরীর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমি বলেন, ১৩ দফা শুধু হেফাজতে ইসলামের নয়; এটা তৌহিদী জনতার দাবি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম বলেন, সরকারের মন্ত্রীরা আল্লামা শফির সাথে বেয়াদবি করছেন। ১৩ দফা বাস্তবায়নে সরকারকে এক মাসের সময় দেওয়ায় আমাদেরকে দুর্বল মনে করেছে। কিন্তু ৫ই মে প্রমাণ হবে আমরা দুর্বল নই। হেফাজতে ইসলামের কেন্দ্রিয় মহাসচিব জুনাইদ বাবু নগরী বলেন, আগামী ৫ মে যেখানেই বাধা দেয়া হবে সেখানেই প্রতিহত করা হবে। যেখানে বাধা সেখানেই তসবি, জায়নামাজ নিয়ে বসে পড়বেন হেফাজত কর্মিরা। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে নারী সমাজকে মাঠে নামাবেন না। কারণ হযরত মুসা (আ)’র বিরুদ্ধে নারীদের রাজপথে নামানোর অপরাধে ফেরাউন ধ্বংস হয়েছে। এই সরকার যদি হেফাজতকে ঠেকাতে নারী সমাজকে রাজপথে নামায় তাহলে সরকার ধসে যাবে। তিনি বলেন ডাঃ ইমরান বলেছে- সে নাকি হেফাজত কর্মিদের রক্ত দিয়ে শাহবাগ ধুয়ে দেবে। আমরা শুধু বলতে চাই আল্লাহর এ জমিনে নাস্তিকদের ঠাঁই নাই। মদিনা সনদের বাস্তবায়নের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মদিনা সনদ বাস্তবায়ন করতে হলে সবার আগে আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। সকল নাস্তিকের ফাঁসি দিতে হবে। সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের হাত কাটতে হবে। তিনি সরকারের স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, আমরা হেফাজতিরা লেজ গুটিয়ে পালিয়ে যাইনি। সিংহের মত সারাদেশে গর্জে উঠেছি। আগামী ৫মে অবরোধে সরকারই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ১৩ দফার বাস্তবায়ন ছাড়া হেফাজতে ইসলাম আর কোন দাবি করছেনা। প্রয়োজনে ১৫’শ বার সংবিধান সংশোধন করে হলেও এই দাবিগুলো মানতে হবে। তিনি সাভারের মর্মান্তিক ভবন ধসের ঘটনায় শোক ও সমবেদনা জানান। সম্মেলনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর যুগ্ম-আহ্বায়ক মাওঃ আব্দুর রউফ ইউসুফি, সদস্য সচিব মুফতি সাখাওয়াত হোসেন, সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাস, সিলেট মহানগরীর সভাপতি মাওঃ আব্দুল বাছেদ বরকতপুরী, মুফতি মিজানুর রহমান শাহীন, মজিবুর রহমান হামিদী, মুফতি ফয়জুল্লাহ, মাওঃ মতিউর রহমান গাজিপুরি, মাওঃ ফজলুল করিম, সম্মেলন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওঃ আব্দুস সবুর, হেফাজতে ইসলাম বগুড়া জেলা আহ্বায়ক মাওঃ আসাফ উদ দৌলা মোকাররম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শামছুল হক, বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওঃ কাজী ফজলুল করিম রাজু, প্রমুখ।
জি নিউজ / ৩০ এপ্রিল ২০১৩