সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, বুধবার সকাল ৭ টার দিকে জামায়াত-শিবির সমর্থকরা হরতালের সমর্থনে কদমতলা বাজার এলাকায় সড়কের ওপর গুড়ি ফেলে সড়ক অবরোধ করে এবং পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়। এ সময় তারা ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনসহ ৯ টি পরিবহন ভাংচুর করে। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের সাথে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে আইন শৃক্সখলা বাহিনীর সদস্যরা ৩০ রাউন্ড সট গানের গুলি ছোড়ে এবং কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি তারা নিয়ন্ত্রনে নেয়। এ ঘটনায় বুধবার রাতে সাতক্ষীরা সদর থানায় পুলিশ বাদি হয়ে জেলা জামায়াতের সেক্রেটারী নূর“ল হুদাকে প্রধান আসামী করে ১৩ জন জ্ঞাত ও অজ্ঞাত আরো এক/ দেড় ’শ জনের নামে একটি মামলা দায়ের করেন। এদিকে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন শান্তিপূর্ণ ভাবে সাতক্ষীরায় পালিত হয়েছে। অফিস আদালতে লোকজনের উপস্থিতি ছিল স্বাভাবিক। ভোমরা বন্দরে আমদানি হলেও পন্য খালাস হয়নি।