সরকারের ভেতরে এক রাজাকারের নাম বলায় আমার বিরুদ্ধে মামলা বঙ্গবীর কাদের সিদ্দিকী

হবিগঞ্জ প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, সরকারের ভেতরে যুদ্ধাপরাধীরা দাপটে আছে। এদের দাপট বেশি থাকার কারণেই মুক্তিযুদ্ধের ৪১ বছর পর মানুষ সঠিক বিচার পায়নি। আওয়ামী লীগ সরকারের ভেতরের ওইসব যুদ্ধাপরাধী রাজাকারদের নাম বলা যাবে না। বললেই রোষানলে পড়তে হয়। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে ইঙ্গিত করে বলেন, আমি সরকারের ভেতরের এক রাজাকারের নাম বলতেই আমার নামে মামলা দেয়া হয়েছে। আমাকে জেলে নেয়ার ষড়যন্ত্র চলছে। আমি জেল, জুলুম, মৃত্যুকে ভয় পাই না। অন্যায়-অবিচারের প্রতিবাদ করেই মরতে চাই।গতকাল বৃহস্পতিবার সিলেট থেকে ঢাকা ফেরার পথে বাহুবল উপজেলা সদরের কাসিমুল উলুম মাদ্রাসার সামনে অনির্ধারিত পথসভায় তিনি বক্তৃতা করছিলেন। এ সময় কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক বক্তব্য রাখেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী সরকারের সমালোচনা করে বলেন, দেশটা সন্ত্রাস দুর্নীতিতে নিমজ্জিত। মানুষ শান্তিতে নেই। প্রকাশ্য খুন হচ্ছে, কিন্তু তার বিচার পাচ্ছে না মানুষ। আমি জানতাম, সবার আগে সন্তানের অমঙ্গলের খবর পায় তার মা। কিন্তু বিশ্বনাথের বিএনপি নেতা ইলিয়াছ আলীর মা আজও তার সন্তানের ভাল-মন্দ কোন খবর পেল না। ইলিয়াছের মত নিখোঁজ নেতার সন্ধান দিতে ব্যর্থ সরকারের এ দেশে আর কোন দরকার নেই। পরে তিনি শায়েস্তাগঞ্জে এক পথসভায় বক্তৃতা করেন। সম্পাদনা/শাবানা মন্ডল /০১.২৫ঘ /২২ ফেব্রয়ারি

Exit mobile version