সাংবাদিক নাজীমউদ্দিন মোস্তান আর নেই

123জি নিউজ ঃ বিশিষ্ট সাংবাদিক নাজীমউদ্দিন মোস্তান আর নেই (ইন্নালিল্লা… রাজেউন)। রোববার বিকালে রাজধানীর মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

রোববার এশার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কালসী কবরস্থানে নাজীমউদ্দিন মোস্তানকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে ফয়সাল।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী নাজীমউদ্দিন মোস্তান ১৯৯৮ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করেন। এর আগে দৈনিক সংবাদেও কাজ করেছেন।

দৈনিক ইত্তেফাকের কাজের বাইরে একটি সাপ্তাহিক বের করতেন, নাম ছিল ‘রাষ্ট্র’। এর অফিস ছিল তার সোবহানবাগের ভাড়া বাসায়। দৈনিক ইত্তেফাক থেকে বিএনপি বিট কাভার করতেন।

১৯৯৮ সালের দিকে অফিসে দায়িত্বপালনরত অবস্থায় তার স্ট্রোক হয়। তারপরই তিনি পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়েন।

Exit mobile version