সাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালনার জন্যই সংবিধান সংশোধন করা হয়েছে -প্রধানমন্ত্রী

pm    123জি নিউজঃ-বাংলাদেশে ভবিষ্যতে অসাংবিধানিক কোনো শক্তির যেন উত্থান না ঘটে সে জন্য সংবিধান সংশোধন করা হয়েছেএ সংবিধান সংশোধনের আর কোনো সুযোগ নেই সাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালনার জন্যই সংবিধান সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আরও বলেন, ‘১৫ জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর অসাংবিধানিকভাবে অনেকে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করেছেস্বঘোসিতভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছেতাই আর যেন কখনো মানুষের সাংবিধানিক অধিকার বিলুপ্ত না হয়সাংবিধানিক অধিকার ছাড়া গণতন্ত্র সুরক্ষিত নাআর গণতন্ত্র সুরক্ষিত না থাকলে এর বিরুপ প্রভাব দেশের অর্থনীতির ওপর পড়েগতশনিবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ এ শোক দিবসের এক আলোচনাসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাআর কতো কষ্ট সহ্য করবে বাংলাদেশের মানুষ উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ভয়াল রাতে জাতির পিতাকে হত্যার পর দেশে আর কখনো সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর হয়নিশুধু ২০০১ সালে আওয়ামী সরকারের ৫ বছরের পর আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি তখন তা শান্তিপূর্ণভাবে হয়েছিলবিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আজ পর্যন্ত বিএনপি যে কয়বার সরকার গঠন করেছে, ততবারই দেশ পিছিয়ে গেছেবিএনপি আসলেই দেশে হত্যা, খুন, জঙ্গিবাদসহ নৈরাজ্য লেগেই থাকেআর বিএনপি আসে চুরি করতেতারা শুধু চুরি করে না, পাচারও করেদেশের অর্থনীতিতে মন্দা সৃষ্টি হয়, স্বাস্থ্যসেবার মান দিন দিন খারাপের দিকে যায়, শিক্ষার হার দিন দিন কমতে থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, ‘ঢাকার যানজট নিরসনে বনানী মিরপুরের  ফ্লাইওভার করেছিশিগগিরই যাত্রাবাড়ী ফ্লাইওভার উদ্বোধন হবেঢাকার উন্নয়নে মেট্রো রেল ও লিংক রোড করে দেবদূষনমুক্ত ঢাকা নিশ্চিত করেছিআইনশৃঙ্খলা নিশ্চিত করেছিসুশাসন প্রতিষ্ঠা করেছি, সোনার বাংলার উন্নয়ন করেছিআমরা বিদ্যুৎ উৎপাদন করে নতুন সংযোগ দিয়েছিচিকিৎসা সেবা মানুষের হাতের কাছে পৌঁছে দিতে আমরা সরকারি হাসপাতাল করে দিয়েছিশিক্ষার উন্নয়নে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিবিনামূল্যে বই বিতরণ করেছিছাত্রদের হাতে ল্যাপটপ তুলে দিয়েছিমাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছিকোনো মানুষের বা ব্যক্তি বিশেষের নয়দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ তিনি দিতে পারেনআর কিছু দিতে পারেন নাআমরা এ ঢাকায় পানি ও বিদ্যুৎ দিয়েছিবিএনপির খাম্বা লিমিটেড শুধু কতগুলো খাম্বা দিয়ে গেছে।  ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী,সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতারা প্রমুখ

Exit mobile version