কাজী নাসির উদ্দীন,সাতক্ষীরাঃসাতক্ষীরার আশাশুনিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় উভয়পক্ষই ৮/১০টি বোমা বিস্ফোরণ ঘটায়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আশাশুনি উপজেলার গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- গদাইপুর গ্রামের উত্তম কুমার, বিপুল দাশ, রব্বানী, লম্বা খোকন ও কামরুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ডালিম ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুহুল কুদ্দুসের সমর্থকদের মধ্যে ঘের দখলকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শনিবার উভয়গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় উভয়গ্রুপ কমপক্ষে ৮/১০টি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়।
খাজরা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ডালিম জানান, তার প্রতিপক্ষ গ্রুপ রুহুল কুদ্দুসের নেতৃত্বে ১০/১৫ জন দুর্বৃত্ত তার বাড়ির সামনে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় তার সমর্থকরা বাধা দিলে তাদেরকে মারপিট করা হয়।
এদিকে খাজরার সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুহুল কুদ্দুস জানান, বর্তমান চেয়ারম্যানের সমর্থকরা তার সমর্থকদের উপর আচমকা হামলা করে। এতে তার সমর্থক কয়েকজন আহত হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, খাজরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।