সাতক্ষীরা,জি নিউজ ঃসাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজারে সোমবার দুপুরে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হল, ধুলিহর বড়খামার এলাকার আব্দুর রশিদ গাজীর ছেলে সাংবাদিক রেজাউল করিম মিঠু (৩০), তার ভাই আবু সেলিম (৪০) ও আব্দুর রহিম বাবু (৩৮)। এ সময় স্থানীয় জনতা দুই সন্ত্রাসীকে ধরে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। আটককৃত সন্ত্রাসীরা হল, মিনাজ সরদার ও মাসুদ রানা ।
পুলিশ ও স্থানীয়রা জানান, হরতালে নাশকতা সৃষ্টি, গাছকাটা, ডাকাতিসহ একাধিক মামলার এজাহার নামীয় আসামী মিনাজ ও মাসুদ রানাসহ ৮/৯ জন বেশ কিছুদিন যাবত বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করে আসছিল। দুপুরে তারা সাংবাদিক রেজাউল করিম মিঠুর ব্যবসায়িক প্রতিষ্ঠান গাজী স্টুডিওতে গিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে মিঠুকে কুপিয়ে আহত করে। এ সময় তার পাশে থাকা তার দুই ভাই তাকে ঠেকাতে আসলে তাদেরকেও সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। পরে স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে সাত¶ীরা সদর হাসপাতালে ভর্তি করে। একই সাথে সন্ত্রাসী মিনাজ সরদার ও মাসুদ রানাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। সাত¶ীরা অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উলাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের করা হয়েছে।
কাজী নাসির উদ্দীন,জি নিউজ