সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে মালিকসহ ভারতীয় পাতার বিড়ি ও জিরা আটক

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে আড়াই’শ কেজি ভারতীয় জিরা ও সাড়ে ১৫ হাজার পাতার বিড়ি আটক করেছে। গতকাল সকালে শহর উপকণ্ঠের বাঁকাল কোল্ডষ্টোর এলাকা থেকে ইনজিন ভ্যান যোগে শহরে আসার সময় আটক করে। এসময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের পরিদর্শক সরদার মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে অভিযানকারি দল ঘটনাস্থলে উৎপেতে বসে থাকে। সকাল সাড়ে ৮ টার দিকে ইনজিন ভ্যান যোগে আসার সময় উক্ত ভারতীয় মালামালসহ একজনকে আটক করে। ধৃতের নাম ইমাম হোসেন (২৮) সে সদর উপজেলার গাংনিয়া মাহমুদপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে।

এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

 

 

কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা

 

 

Exit mobile version