সাতক্ষীরা প্রতিনিধি:বিনম্র শ্রদ্ধায় প্রয়াত সাংবাদিক শেখ আব্দুস সাত্তারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। এ উপলক্ষে সোমবার সকালে তার নিজ বাসভবনে তালা উপজেলার মিঠাবাড়ির পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আত্মার শান্তি কামনায় দোয়া ও ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে স্মরণ সভার আয়োজন করা হয়। এসময় সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল ওয়াজেদ কচি, প্রথম আলোর নিজ¯^ প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের মনির“ল ইসলাম মিনি, সাবেক সম্পাদক আব্দুল বারী, মমতাজ আহমেদ বাপি, এম. কামর“জ্জামান, খবর পত্রের রবিউল ইসলাম প্রমুখ। এসময় সাংবাদিক শেখ আব্দুস সাত্তারে স্মৃতি চারন করেন তার ছেলে সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমান। স্মরণ সভা পরিচালনা করেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল।
সাংবাদিক শেখ আব্দুস সাত্তার ২০১১ সালের ৯ সেপ্টেম্বর সকাল ৮টা ১০ মিনিটে ব্লাড ক্যান্সার ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দৈনিক পূর্বাঞ্চল’র জন্মলগ্ন থেকে বিশেষ প্রতিনিধি ও পরবর্তীতে সাতক্ষীরার ব্যুরো চিফ হিসাবে সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ৪২ বছর যাবত দায়িত্ব পালন করেন। তিনি তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত অর্থ সম্পাদক ছিলেন।