সাতক্ষীরায় সাংবাদিক ইয়ারব হত্যা প্রচেষ্টা মামলার আসামি মধু ডাকাত গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধিঃদৈনিক মানবজমিন এর সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক ইয়ারব হোসেন হত্যা প্রচেষ্টা মামলার আসামি জামায়াত কর্মী মোবাশ্বের হোসেন ওরফে মধু ডাকাত পুলিশের সাথে বন্দুক যুদ্ধে গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার বেলা ১২টায় সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধু ডাকাতকে শুক্রবার বেলা সাড়ে ১১টায় গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যাওয়ার পথে ছয়ঘরিয়া এলাকায় পৌছালে তার সঙ্গীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিতে মধু ডাকাত আহত হয়। তার দুই পায়ের ৩টি স্থানে গুলি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়াগেছে। পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

তার বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাই, সরকারি কাজে বাধা, গাছ কেটে সড়ক অবরোধ ও নাশকতা সৃষ্টিসহ ১১টি মামলা রয়েছে। সে সহ তার বাহিনীর অন্যান্য সদস্যরা মিলে সাংবাদিক ইয়ারব হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাকে মৃত ভেবে ফেলে রেখে যাওয়ার পর স্থানীয়রা ইয়ারবকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সাংবাদিক ইয়ারব পঙ্গু অবস্থায় জীবন যাপন করছে। আলোচিত এমামলার ৩ নং আসামী মধু ডাকাত। সে সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

 

Exit mobile version