সালমান এফ রহমানসহ তিনজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন-এমপি রনি

gnewsস্টাফ রিপোর্টার,জি নিউজঃ- বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ তিনজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি গতশনিবার দিনগত রাত সাড়ে আটটায় শাহবাগ থানায় গোলাম মাওলা রনি বাদী হয়ে অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন, অপহরণের চেষ্টা, অবৈধভাবে প্রবেশ করে ও চাঁদাবাজির অভিযোগে এনে মামলা করেছেন বলে শাহবাগ থানার ওসি (তদন্ত) এম জলিল নিশ্চিত করেছেন, এর আগে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট’র  দুই সাংবাদিককে মারধরের ঘটনায় গোলাম মাওলা রনির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে টিভি কর্তৃপক্ষ গত শনিবার বিকেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী,  গোলাম মাওলা রনিসহ অজ্ঞাতপরিচয় ২০/২৫ জনকে আসামি করে একটি মামলাটি দায়ের করেনশাহবাগ থানার ওসি (তদন্ত) এম জলিল জানান, একই ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় আমরা চাপে রয়েছিএমপি রনি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের মালিক সরকারের প্রভাবশালী ব্যাক্তি হওয়ায় মামলা দুটি স্পর্শকাতর হয়ে উঠেছেবিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছিঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেই মূলত পরবর্তী কার্যক্রম চালাবো ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছে, তাদের প্রতিবেদক এবং ক্যামেরাপারসনকে মারধর করেছেন পটুয়াখালী-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও তার সহযোগীরাপটুয়াখালীতে রনি ও তার সহযোগীদের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের  খোঁজ-খবরের পর এ বিষয়ে এমপি গোলাম মাওলা রনির বক্তব্য নিতে শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় যান প্রতিবেদক ইমতিয়াজ সনি ও ক্যামেরাপারসন মুকুলকথা বলার এক পর্যায়ে গোলাম মাওলা রনি নিজেই লাঠি দিয়ে মারধর শুরু করেনপরে যোগ দেয় রনির সহযোগীরাওএ সময় ক্যামেরা ভেঙ্গে মেমোরি কার্ড ছিনিয়ে নেয় তারাএরপর আটকে রাখা হয় ওই দুই সংবাদকর্মীকেপ্রায় দুই ঘণ্টা পর পুলিশ এবং সাংবাদিক নেতারা উদ্ধার করেন মুকুল ও সনিকেপরে আহত অবস্থায় মুকুলকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে, অন্যদিকে শনিবার ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে  এমপি রনির বাদী হয়ে অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন ,

Exit mobile version