বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নব নির্বাচিত সহ সভাপতি ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন সংবর্ধিত অতিথির বক্তব্যে বলেন, চট্টগ্রামের ক্রীড়ামোদী, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক সর্বোপরি সকলের সম্মিলিত ভালবাসার ফলশ্রুতি হিসেবে আজ আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি নির্বাচিত হয়েছি। আমার এ কৃতিত্বের দাবিদার আমি একা নই। আপনাদের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা আমাকে এ পরিচিতি অর্জনে সহায়তা করেছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কোন ভাষা আমার জানা নেই। বিসিবি’র সহ সভাপতি নির্বাচিত হয়ে আমার উপর অর্পিত দায়িত্ব শতভাগ সততা, নিষ্ঠা, আন্তরিকতা দিয়ে পালন করব ইনশাল্লাহ। এ জন্য আপনাদের সহযোগিতা আমার সামনের পথ চলার পাথেয় হয়ে থাকবে। চট্টগ্রামের ক্রিকেটের উন্নয়ন নিয়ে বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রিকেটের উর্বর ভূমি চট্টগ্রামের ক্রিকেটকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে শতভাগ প্রচেষ্ঠার সাথে কাজ করে যাব। চট্টগ্রামের ক্রিকেট নিয়ে ক্রিকেট বোদ্ধাদের প্রত্যাশা বিভিন্ন মাধ্যমে শোনা গেলেও এর বাস্তবায়নে সঠিক কর্মপন্থা ও পরিকল্পনা নির্ধারণ করার সময় এসেছে। আমাদেরকে সম্মিলিতভাবেই এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যেতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনকে আজ ১৮ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, বিকাল ৫টায় এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস ক্রিকেট কমিটি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও সিজেকেএস ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে ও সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য আল্লামা মোঃ ইকবাল। এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মোঃ আলমগীর, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস সহ সভাপতি এ্যাড শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোঃ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবর ও কাউন্সিলর আ.ন.ম. ওয়াহিদ দুলাল। এতে সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, জি এম হাসান, মোঃ কামাল উদ্দিন, অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), এবিএম মাহবুবুল আলম, কাউন্সিলর ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান মিনহাজ উদ্দীন আহমেদ, কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসেন, কাউন্সিলর নোমান আল মাহমুদ, প্রবীন কুমার ঘোষ, এস এম সাইফুদ্দীন, আকতারুজ্জামান, গোলাম মুর্তুজা, এইচ এম সোহেল, দিদারুল আলম, নুরুল আবেদীন নোবেল, ফজলে বারী খান রুবেল, ডা. তিমির বরণ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিজেকেএস ক্রিকেট কমিটির উষ্ণ সংবর্ধনা পেলেন বিসিবি’র নব নির্বাচিত সহ সভাপতি আ.জ.ম. নাছির উদ্দীন
Share This