সিনেওয়ার্ল্ডে ছবিটি আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে

স্টাফ রিপোর্টার: হলিউড কিংবা বলিউড ছবির কথা বলতে গেলে প্রথমেই মাথায় আসে তাদের উন্নত প্রযুক্তি, উন্নত কারিগরি ব্যবস্থা, অভিজ্ঞ টেকনিশিয়ান আর বিশাল বাজেট, একই সঙ্গে হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী, খুব সুন্দর গান, সুন্দর লোকেশন। এই সবকিছুর একটা সুন্দর সমন্বয় ঘটিয়ে বর্তমানে চলচ্চিত্র নির্মিত হচ্ছে আমাদের দেশেও। আর যিনি এর নেতৃত্ব দিচ্ছেন তিনি আমাদের দেশের সন্তান, অত্যন্ত জনপ্রিয়মুখ এমএ জলিল অনন্ত। গত বছর চলচ্চিত্র জগতের অন্যতম আকর্ষণ ছিল অনন্য মামুন পরিচালিত অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘মোস্ট ওয়েলকাম’ চলচ্চিত্রটি। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক নির্মাণশৈলীর কারণে চলচ্চিত্রটি সিনেমাপ্রেমীদের বেশ আকৃষ্ট করে। বছরের সেরা ব্যবসাসফল ছবিগুলোর মধ্যে অন্যতম স্থানে জায়গা করে নেয় চলচ্চিত্রটি। এরই মধ্যে দেশের প্রায় ৩০০টি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে।

ছবিটি বাংলাদেশে মুক্তির পর সব শ্রেণীর দর্শকের কাছে সবচেয়ে পছন্দের ছবির তালিকার শীর্ষে ছিল। আগামীকাল লন্ডনের এলফোর্ড সিনেওয়ার্ল্ডে ছবিটি আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে, যা ইতিমধ্যে বৃটিশ সেন্সর অনুমোদন পেয়েছে। তার আগে আজ লন্ডনের কোর্ট হাউজে প্রেস প্রিমিয়ার অনুষ্ঠিত হবে যেখানে আন্তর্জাতিক সব ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া উপস্থিত থাকবে। ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটির প্রদর্শনের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। যার প্রোমোশন সিনেওয়ার্ল্ড এলফোর্ডের ফেসবুক সাইটেও এখন দেখা যাচ্ছে। লন্ডনের এলফোর্ড প্রেক্ষাগৃহটি ‘মোস্ট ওয়েলকাম’-এর প্রমো দেখেই ছবিটি প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করেছে। আসলে ভালো ছবি হলে শুধু দেশেই নয়, দেশের বাইরেও মুক্তি দেওয়া সম্ভব।” এর আগে মুনসুন ফিল্মস প্রযোজিত এ ছবিটি ব্রিটিশ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র লাভ করেছে।

Exit mobile version