সিরিয়া সেনাবাহিনীর ব্যাপক হামলা- নিহত প্রায় ২০০ সন্ত্রাসী

77f680cfe53f4bcebca65540409bc619_XLআন্তর্জাতিক ডেস্ক :- সিরিয়ায় সেনাবাহিনীর হামলায় বহু সন্ত্রাসী নিহত হয়েছে। ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, গতকাল দেশটির বিভিন্ন স্থানে সেনাবাহিনীর হামলায় বিদেশি মদদপুষ্ট প্রায় ২০০ সন্ত্রাসী নিহত হয়েছে। শুধুমাত্র আলেপ্পো শহরেই নিহত হয়েছে ১০৫ জন । রাজধানী দামেস্কের উপকণ্ঠে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে আরো ৩৫ জন নিহত হয়েছে। এ ছাড়া, হোমসে ১১ জন, দারিয়ায় ৮ জন, দেইর আল জুর এলাকায় ৪৪ জন এবং আরো অন্যান্য এলাকায় মোট ৬ জন সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছে। এর আগে এক খবরে বলা হয়েছে, সন্ত্রাসী আন্‌ নুসরা গোষ্ঠী ও আল-কায়দা সমর্থিত ইসলামিক স্টেট অভ লিভান্ট বা আইএসআইএলের মধ্যে তীব্র সংঘর্ষে হামদ আল হাজার নামে আন্‌ নুসরার একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। এদিকে, রিফ প্রদেশের আল কালামুন ও দারিয়া এলাকায় সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করার জন্য সিরিয়া সেনাবাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সূত্র-রেডিও তেহরান তাঃ-১১ফেব্রুয়ারি২০১৪।

 

Exit mobile version