সিরিয়ার কুবানি শহরেই চিরনিদ্রায় শিশু আয়লান

আন্তর্জাতিক ডেস্ক:- তুরস্কের উপকূলে নৌকাডুবিতে নিহত তিন বছরের শিশু আয়লানকে সিরিয়ার কুবানি শহরে দাফন করা হয়েছে। তার কবরের পাশেই দাফন করা হয়েছে পাঁচ বছরের ভাই গালিপ এবং মা রেহানকে (৩৫)। এ সময় বাবা আবদুল্লাহ কুর্দির অঝোর কান্নায় ভিজেছে কুবানির শুষ্ক ও লাল মাটি।
দাফন অনুষ্ঠানে বহু মানুষ অংশ নিয়েছে। বাবা আবদুল্লাহর ইচ্ছাতে তাদেরকে নিজ মাতৃভূমি সিরিয়াতে ফিরিয়ে আনা হয়। আব্দুল্লাহ তার দুই ছেলে ও স্ত্রীর লাশ মাতৃভূমি সিরিয়ার কুবানি শহরেই দাফন করতে চেয়েছিলেন। তুরস্ক থেকে পুলিশ পাহারায় তাদের কফিন সিরিয়া আনা হয়। এ সময় তুরস্কের কয়েকজন সংসদ সদস্যও কফিনের সঙ্গে ছিলেন। লাশ গ্রহণের সময় সময় কুর্দি জনগণ সিরিয়া পরিস্থিতির উত্তরণের জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। তারা বলেন, ইউরোপ নয় বরং আরব দেশগুলোকেই ভূমিকা নিতে হবে। আরব দেশগুলো মদদ দেয়া বন্ধ করলে সিরিয়া সমস্যার সমাধান হবে।
দু দিন আগে বাবা, মা ও ভাইয়ের সঙ্গে গ্রিসে যাওয়ার পথে তুরস্কের এজিয়ান সাগরে তিন বছরের শিশু আয়লান ডুবে মারা যায়। তুরস্ক উপকূলে পড়ে থাকা তার লাশ বিশ্বের বহু গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সারা বিশ্বের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।খবরঃ রেডিও তেহরান, সাগরে নৌকাডুবির ঘটনা ঘটলেও বাবা আবদুল্লাহ কুর্দি বেঁচে গেছেন।

Exit mobile version