আন্তর্জাতিক ডেস্কঃ- সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরে দু’টি শক্তিশালী গাড়িবোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিহত ও অপর ১০৭ জন আহত হয়েছে। শহরটির সরকার নিয়ন্ত্রিত কারম আল-লোজ এলাকায় বুধবার রাতে এসব হামলা চালানো হয়। বাণিজ্যিক ওই এলাকাটিতে বহুবার সিরিয়ার সেনাবাহিনী ও বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি মিষ্টির দোকানের সামনে প্রথম গাড়িবোমাটি বিস্ফোরিত হয় এবং এর প্রায় আধাঘন্টা পর প্রথম বিস্ফোরণস্থল থেকে ১০০ মিটার দূরে দ্বিতীয় হামলাটি চালানো হয়। প্রথম বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের ইঞ্জিনগুলো আগুন নেভানোর কাজ করছিল এবং শত শত মানুষ ভিড় জমিয়েছিল তখন দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে বুধবারই সিরিয়ার লেবানন সীমান্তবর্তী কৌশলগত কালামুন অঞ্চলের রানকুস শহরটি বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করে সেনাবাহিনী। এ কারণে বিদ্রোহীরা ক্ষিপ্ত হয়ে হোমস শহরের এ রক্তক্ষয়ী হামলাগুলো চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হোমসের একাংশের নিয়ন্ত্রণ রয়েছে বিদ্রোহীদের হাতে। এ প্রতিবেদন রেডিও তেহরানএর।