অনলাইনডেস্ক,জি নিউজঃ– সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গোতা এলাকায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাদের সঙ্গে গত তিনদিনের সংঘর্ষে প্রায় ১০০ বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী নিহত হয়েছে। লন্ডনভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে দাবি করেছে, গত তিনদিনের ভয়াবহ সংঘর্ষে সরকারি বাহিনীর হাতে ৯৬ জন বিদ্রোহী নিহত হয়। এর মধ্যে শুধু গতকালই (রোববার) নিহত হয়েছে ৫৬ জন মতো। গত ১৭ নভেম্বর রাজধানী দামেস্কের একটি সামরিক ঘাঁটির কাছে ভয়াবহ বোমা হামলায় ৩১ জন সেনা নিহত হয়। এর মধ্যে তিন জন জেনারেল এবং একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। ওই হামলার পর বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযান জোরদার হয়েছে।২০১১ সাল থেকে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সহিংসতার কবলে পড়েছে সিরিয়া। জাতিসংঘের তথ্য মতে- এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে এক লাখের বেশি মানুষ। এরমধ্যে বেশিরভাগই বেসামরিক লোকজন। সৌদি আরব, তুরস্ক, কাতার, ইসরাইল, ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা এসব সন্ত্রাসীদের মদদ দিয়ে আসছে।খবর রেডিও তেহরান এর তাঃ- সোমবার ২৫ নভেম্বর ২০১৩